ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে। ছয় মাস মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি তিন বছর পর বিলুপ্ত ঘোষণা করা হলো।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এক বিশেষ কর্মী সমাবেশে আলোচনা সভা শেষে কমিটি ভেঙে দেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ সময় জাকির হোসেন সরকার বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সুসংঠিত এবং পুনর্গঠনের লক্ষ্যে এই সভার মাধ্যমে আহবায়ক কমিটি ভেঙে দেওয়া হলো। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে খুব দ্রুতই ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হবে।” 

এ সময় বিভেদ ভুলে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী ও নুরুল ইসলাম আনছার প্রামাণিক, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মহম্মদ, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক লুৎফর রহমান ও সদ্য সাবেক সদস্য সচিব এস এম শাতিল মাহমুদসহ অন্যান্যরা। 

আরও পড়ুন

এর আগে ২০২১ সালে ছয় মাস মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিল জেলা কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হচ্ছে ৯৬ শতাংশ

দিনাজপুরের কাহারোলে ঘন কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার 

বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা শুরু

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক

নওগাঁর মান্দায় রাতারাতি উধাও দুই এনজিও, গ্রাহকদের বিক্ষোভ