সচিবালয়ে আগুন
‘কিছু স্থাপনা ও সিঁড়ির জন্য ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত যেতে পারেনি’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, “সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন সবাইকে উদ্বিগ্ন করেছে। সচিবালয়ের ভেতরে কিছু স্থাপনা ও সিঁড়ির কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত যেতে পারেনি।”
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৫ নম্বর গেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরও পড়ুনসচিবালয়ে এ অগ্নিকাণ্ড দেখে আপনার কী মনে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তদন্ত শেষ না হওয়ার আগে কিছু্ই বলা যাচ্ছে না। এটা একটা দুর্যোগ তো বটেই। যখন হয়েছে, তখন তো অফিস বন্ধ ছিল। তদন্ত হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্তের পরেই বলা যাবে।”
মন্তব্য করুন