বগুড়ার শেরপুরে ছাত্রলীগ নেতা রশিদ গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভবানীপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে। সে আমিনপুর উত্তরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আম্বইল গোরতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল বৃহষ্পতিবার সকালে আদালতে প্রেরণ করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আব্দুর রশিদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভবানীপুর ইউনিয়ন শাখার সভাপতি। হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার সে আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন