ডা . শামীমার বড় বোন রঞ্জনার ইন্তেকাল
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক বাংলা শিক্ষিকা, বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. শামীমা এবং দৈনিক করতোয়ার হিসাবরক্ষক শহীদুল আলম শাহীনের বড় বোন মমতাজ পারভীন রঞ্জনা (৭০) আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শহরের কমফোর্ট লিভিং সেন্টারের বাসিন্দা মমতাজ পারভীন রঞ্জনা ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বামী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্ময়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ এশা শহরের সূত্রাপুরের বায়তুল ওয়াহেদ জামে মসজিদে তার জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। খবর বিজ্ঞপ্তির।
আরও পড়ুনমন্তব্য করুন