জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শেতাব আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৭ ডিসেম্বর)দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
নিহত শেতাব আলীর স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত ইসমাইল (৪০) ডাকাত জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া সুরমান আলীকে (৪৫) আদালতে পাঠানো হয়েছে। তিনজনের বাড়িই কুলকান্দি ইউনিয়নে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, দীর্ঘদিন ধরে ইসমাইল ডাকাতের একটি দল জিগাতলা গ্রামে অবস্থান করে নদী ও দূর্গম চরে ডাকাতি করে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ইসমাইল ও সুরমান আলীকে গ্রেফতার করে আনার সময় উত্তেজিত জনতার আঘাতে আহত হয় মো. ইসমাইল।
আরও পড়ুনসাইফুল্লাহ সাইফ আরো বলেন, ডাকাত ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র নিয়ে ফেরার সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে শেতাব আলী নামে একজন পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ডাকাতির প্রস্ততি ও অস্ত্র আইনে দুইটি মামলা হওয়ার কথা জানিয়েছেন পুলিশ।
মন্তব্য করুন