দুর্বার রাজশাহীর দারুণ সম্ভাবনা দেখছেন আকবর আলী
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ তিন সংস্করণে খেলেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। চার বছর পর আবারও টুর্নামেন্টে ফিরছে তারা। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরই হঠাৎ হারিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৬ সালেও রানার্সআপ হওয়া রাজশাহী কিংস এবার খেলছে দুর্বার রাজশাহী নামে। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীর হাতেই রাজশাহীর নেতৃত্ব থাকার জোর সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, আসন্ন বিপিএলে ভালো সম্ভাবনা আছে দলটির।
তাসকিন আহমেদ, রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, জিসান আলম, আকবর আলীদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল রাজশাহীর। দলটির উইকেটরক্ষক-ব্যাটার আকবর দেখছেন দারুণ সম্ভাবনাও, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে।
যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।’ আকবর আরও বলেছেন, ‘যেটা বললাম, টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে।
আরও পড়ুনআমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।’
অধিনায়ক হিসেবে দারুণ প্রশংসা কুঁড়াচ্ছেন আকবর। যুব দলকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিলো তার নেতৃত্ব। কয়েকদিন আগে আকবরের নেতৃত্বে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রাজশাহীর প্রয়োজন হলে বিপিএলেও নেতৃত্ব দিতে আগ্রহী আকবর বলেছেন, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, তার ওপর এসব নির্ভর করছে।’
মন্তব্য করুন