গ্লোব সকার অ্যাওয়ার্ডে ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদের রাত
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জিততে না পারায় মন খারাপ ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। তবে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডে পেয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ২০১০ সাল থেকে দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ড।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গালায় গ্লোব সকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন ১৮ জন তারকা ফুটবলার। এই তালিকায় ব্যালন ডি’অরজয়ী রদ্রির নামও ছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে ভিনিসিয়ুসই জিতে নেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার। শুধু সেরা খেলোয়াড়ই নয়, ভিনিসিয়ুস জিতেছেন সেরা ফরোয়ার্ডের পুরস্কারও। এই বিভাগে লড়াই করেছিলেন ১০ জন তারকা, যেখানেও শীর্ষে ছিলেন ভিনি।
রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম পেয়েছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। ১১ জন প্রতিযোগীর মধ্য থেকে তিনি শীর্ষে উঠে আসেন। একইসঙ্গে গ্লোব সকার অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কারও জিতেছেন বেলিংহ্যাম। আর গোলরক্ষক থিবো কর্তোয়া জিতেছেন ক্যারিয়ার অ্যাওয়ার্ড।
মেয়েদের বিভাগে বার্সেলোনার তারকা আইতানা বোনমাতি জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের মেয়েদের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ১২ জন প্রতিযোগীর মধ্য থেকে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। এর আগে তিনি বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতেছিলেন। সেরা দশটি ক্লাবের তালিকায় সেরা হয়েছে রিয়াল মাদ্রিদ। মেয়েদের বিভাগে সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আরও পড়ুনইউরোপ মাতিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছাড়লেও পুরস্কার যেন তার পিছু ছাড়েনি। তাই তো মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসরের পর্তুগিজ সুপারস্টারের হাতে। আর মধ্যপ্রাচ্যের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল হিলালের জর্জ জেসুস।
সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাবের পুরস্কার মিলেছে আল আইনের। তার পুরস্কার হিসেবে তারা জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব। সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন জর্জ মেন্ডেস। আর সেরা স্পোর্টিং পরিচালকের পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের পিয়েরো অসিলিও। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্টাইকার্স লামিনে ইয়ামাল।
মন্তব্য করুন