ভিডিও রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জ তাড়াশের বিস্তীর্ণ মাঠ সরিষার হলুদ ফুলে ভরে গেছে

সিরাজগঞ্জ তাড়াশের বিস্তীর্ণ মাঠ সরিষার হলুদ ফুলে ভরে গেছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত তাড়াশের বিস্তৃর্ণ মাঠ সরিষার হলুদ ফুলে ভরে গেছে, মাঠে মাঠে আগাম জাতের সরিষার হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছে এক নতুন সৌন্দর্য। চলতি বছর সরিষার ভাল দাম পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা সরিষা চাষের দিকে বেশি ঝুঁকছেন। গত মৌসুমে তাড়াশে ১০ হাজার ৩১২ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে এই পরিমাণ ১১ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা চাষে এবার ৬৭৯ হেক্টর বেশি জমি আবাদ করা হয়েছে। এছাড়া কৃষকদের উৎসাহিত করতে ৮ হাজার ৪শ’ জন কৃষককে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ এবং সার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিল এলাকার কুন্দইল মাঠে দেখা গেঠে সরিষার জমির ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছে।

এসময় সরিষার মাঠে মৌমাছির গুনগুন শব্দ সমস্ত মাঠ মাতোয়ারা হয়ে উঠেছে। বিকেল হলেই সরিষার মাঝে ছবি তুলতে মানুষ দূর দূরান্ত থেকে বিল এলাকায় এসে ভিড় করছে। উল্লেখযোগ্য যে, তেল জাতীয় ফসল হিসেবে সরিষা চাষ এখন কৃষকদের কাছে লাভজনক একটি ব্যবসা হয়ে উঠেছে।

বর্তমানে সরিষার দাম প্রতি মণ চার হাজার টাকার কাছাকাছি এবং এ বছরের বাজার পরিস্থিতি কৃষকদের আরও আশাবাদী করে তুলেছে এবং তারা আশা করছেন এবার বাম্পার ফলন হবে। তাড়াশের কৃষক মো. আশরাফ আলী খান বলেন, সরিষা চাষে খরচ কম, পরিশ্রম কম এবং লাভ ভালো, তাই এটি একটি লাভজনক ফসল। এবছর প্রতি বিঘা জমি থেকে ৬-৮ মণ সরিষা পাওয়ার আশা করছি।

আরও পড়ুন

কুন্দইল গ্রামের কৃষক মো. সাদরুল হাসান বলেন, বাজারে তেলের দাম বাড়ায় সরিষার দামও ভালো হবে, আর যেহেতু সরিষা তোলার পর ধানও লাগানো যায়, তাই এটি একটি লাভজনক ব্যবসা। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, সরিষা চাষের সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে সরিষা চাষের উপকারিতা তুলে ধরছি। আশা করছি, এবছর সরিষার আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে চালের বাজার অস্থির

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খনন সেনাবাহিনীর অভিযান

বগুড়ায় ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে যৌথবাহিনীর অভিযানে বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিপক্ষের হাতে আহত ব্যক্তির মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে আদালতের আদেশ অমান্য করে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ