সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জে আদালতের আদেশ অমান্য করে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে আদালতের আদেশ অমান্য করে আব্দুস সোবহান সরদার নামের এক প্রতিবন্ধীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার ছাতুয়া দামপাড়া গ্রামের সায়ের সরদারের ছেলে বাদাম বিক্রেতা ও প্রতিবন্ধী আব্দুস সোবহান সরদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার তিন শতক জায়গার আধা শতকের ওপর কুঁড়েঘর নির্মাণ করে তিনি পরিবার-পরিজন নিয়ে কোনমতে বসবাস করে আসছেন। সম্প্রতি তার অবশিষ্ট আড়াই শতক জমি প্রতিবেশী আশরাফ আলী ও আফজাল ফকির জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এর পরিপ্রেক্ষিতে উক্ত জমিতে স্থিতিবস্থার আদেশ দেওয়াসহ শান্তিভঙ্গ রোধে ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানাকে নির্দেশ দেন।
একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) আদেশ দেন। ওই আদেশের এক মাস পার হলেও তা দেওয়া হয়নি। এদিকে প্রতিপক্ষের প্রভাবশালী ব্যক্তিরা আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখেন।
আরও পড়ুনপ্রতিবন্ধী বাদাম বিক্রেতা সোবহান তার জমি রক্ষার্থে বিষয়টি থানা পুলিশকে জানান। কিন্তু থানা পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় প্রতিপক্ষ ভয়ভীতি প্রদানের পাশাপাশি তার ছেলে শাওন সরদারকে মারপিটে রক্তাক্ত জখম করেন।
বর্তমানে তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে দেওয়া অভিযোগও পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়। তাই তিনি বসতভিটা রক্ষা এবং তার নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
মন্তব্য করুন