কেমন বাংলাদেশ প্রত্যাশা
আমি কোন লেখক বা কলামিষ্ট নই। আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ এবং একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। চাকরি হতে অবসর নিয়েছি। দীর্ঘ দিনের অভিজ্ঞতা, প্রত্যাশা, ব্যর্থতা, অর্জন, বর্জন ইত্যাদি মিলে অনেক কথা। অনেক দিন হলো ইচ্ছা হয় আমার দেশ সম্পর্কে কিছু কথা লিখি। স্কুলে যখন পড়তাম তখন আমাদের গ্রাম এবং আমাদের বিদ্যালয় সম্পর্কে অনেক কথা লিখতাম। এখন আমাদের সুন্দর বাংলাদেশ সম্পর্কে কিছু কথা লেখার ইচ্ছে করছে। যে বাংলাদেশে আমরা বসবাস করছি। এ বাংলাদেশটা উন্নত ও সুন্দর হলে আমরা সুখে থাকতাম।
চাকরি হতে অবসর নিয়েছি, অবসর জীবনের কাজটা বা কি? সঠিক সময়ে নামাজ আদায় করা, সামাজিক কিছু কাজ-কর্ম করা, ধর্মীয় বই পুস্তক পড়া, পেপার পত্রিকা, গল্প গুজব ইত্যাদি। সব মিলে সুন্দরভাবে জীবনযাপন করা। এই হলো কাজ। জীবনের কিছু অভিজ্ঞতা এবং ক্ষুদ্র জ্ঞানের আলোকে কিছু কথা লেখার চেষ্টা করছি। লেখার আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। লেখার ভিতর কোন ভুলত্রুটি হলে অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেক মানুষই নিজ দেশকে বা মাতৃভূমিকে ভালোবাসে। ভালোবাসার সুন্দর প্রত্যাশা নিয়েই এই লেখা। যদিও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা সম্পর্কে লেখার তেমন যোগ্যতা আমার নেই, তবুও জীবনের অভিজ্ঞতার আলোকে নিজে দেশকে ভালোবেসে কিছু কথা লেখার চেষ্ট করছি।
প্রথমেই শিক্ষা ব্যবস্থা
শিক্ষাই জাতির মেরুদন্ড Education is the backbone of a Nation. আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত দেশের ন্যায় বিশ্বমানের করা প্রয়োজন বলে মনে করি। প্রথমে দেশের দুই চারটা বিশ্ববিদ্যালয় ও কলেজকে উন্নত দেশের ন্যায় গড়ে তোলা। যাতে উন্নত দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মত সমস্ত সুযোগ-সুবিধা থাকে এবং শিক্ষার্থীরা উচ্চ মর্যাদা নিয়ে লেখাপড়া শিখতে পারে এবং গবেষণা করতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত করার ব্যবস্থা করা।
যাতে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা দেশেই সৃষ্টি হয়। উচ্চমানের শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে প্রয়োজনে বিদেশ হতে শিক্ষক ও উন্নত শিক্ষার কারিকুলাম এনে দেশেই সব ব্যবস্থা করা। আর বিদ্যমান শিক্ষকদের প্রয়োজনে বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনা এবং দেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। যাতে শিক্ষার ওপর উচ্চ মানের ডিগ্রীর জন্য আর বিদেশে যেতে না হয়। আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ যা করে দেখিয়েছেন।
আমাদের দেশে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরও উন্নত ও মানসম্মত হওয়া প্রয়োজন। প্রায় শতকরা ৯০% মুসলমান দেশে নৈতিক অবক্ষয় হতে রক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত করার বিকল্প নেই। প্রয়োজনে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মত উঁচুমানের দুই একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। যেখানে উচ্চ শিক্ষার সব রকমের সুযোগ সুবিধা থাকবে। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। দেশের সামর্থ্যানুযায়ী বাজেট বরাদ্দ বৃদ্ধি করা দরকার।
তারপর চিকিৎসা সেবা
প্রতি বছর বহু লোক উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা, প্রভৃতি দেশে যায়। মালয়েশিয়ার মত এ দেশেই যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় তা হলে বৈদেশিক মুদ্রা খরচ করে আর বিদেশে যেতে হবে না। ফলে দেশের লোক এ দেশেই উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা পাবে। আমাদের দেশে প্রথমে দুই চারটা মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয়কে উন্নত দেশের মত মেডিকেল শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা যায়, তাহলে উন্নত চিকিৎসার জন্য বা উচ্চমানের ডিগ্রীর জন্য আর বিদেশে যেতে হবে না। প্রয়োজনে বিদেশ হতে উচ্চ ডিগ্রীধারী ও অভিজ্ঞ ডাক্তার বা চিকিৎসক এনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে সরকারের বেশী গুরুত্ব দেয়া প্রয়োজন।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা বিশেষ প্রয়োজন। প্রয়োজনে সেনা, বিমান ও নৌ-বাহিনীর সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা। আমাদের প্রতিবেশী দেশগুলো এ দেশকে দুর্বল ভেবে ভয় দেখায় এবং চাপে রাখার চেষ্টা করে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ-বাহিনী আমাদের জাতীয় গৌবর। আমাদের বিজিবি সদস্যদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আধুনিক অস্ত্র দ্বারা সজ্জিত করা দরকার। আমাদের দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনী আমাদের বিপদের সময় যেমন ঝড়, বৃষ্টি, সাইক্লোন বন্যা, যে কোন দুর্যোগের সময় দেশের মানুষের পাশে এসে দাঁড়ায়। দেশের এই ক্রান্তিলগ্নে সিভিল প্রশাসনের সাথে এসে এক হয়ে কাজ করে যাচ্ছে। সত্যই এটা প্রশংসনীয়।
দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে খুবই দক্ষ ও শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে অভিজ্ঞ দেশ প্রেমিক ও আত্মনির্ভরশীল সেনা কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ দেয়া যেতে পারে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর জন্য আলাদা একটি রিসার্স ও এনালাইসিং উইং থাকা প্রয়োজন।
দেশের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সামর্থ্যানুযায়ী দেশের সেনাবাহিনীর মাধ্যমে চীন, পাকিস্তান, ইরান, তুরস্ক এ সব দেশের সহযোগীতায় বা যৌথভাবে এ দেশেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, ট্যাংক, যুদ্ধ বিমান, ইত্যাদি তৈরির কারখানা স্থাপনের চেষ্টা করা যেতে পারে।
দেশের পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। যার ফলে দেশপ্রেমিক পুলিশ বাহিনী দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান এবং দেশের জনগণের বন্ধু হিসাবে কাজ করবে। পুশিশ শব্দটি এমন একটি সুন্দর শব্দ বিদেশে প্রশংসনীয় ও সম্মানিত। Police= P-Polite, O-obedient, L-loyal, I- Inteligent, C-Confident, E-Efficient. বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যার দেশ। এ দেশের জন সম্পদকে মানব সম্পদে রূপান্তর করা প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এ দেশের সাধারণ মানুষকে মানব সম্পদে রূপান্তর করে বিদেশের চাহিদানুযায়ী সরকারি সহায়তা প্রদান করে বিদেশে পাঠানো দরকার। যেহেতু এখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা আসে। বিদেশে লোক পাঠানোর বিষয়টি সহজ করা দরকার।
দেশে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয়তা অনেক বেশি। সে জন্য এ দেশে বেশি বেশি রপ্তানীমুখী শিল্প কারখানা স্থাপনের ব্যবস্থা করা দরকার। গার্মেন্টস শিল্পে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। পৃথিবীর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস শিল্প এক নম্বর স্থানে অবস্থিত। পৃথিবীর শ্রেষ্ঠ ১০টি গার্মেন্টস কারখানার মধ্যে ৭টি বাংলাদেশে অবস্থিত।
আরও পড়ুনতা ছাড়া দুই শতটি বা তার অধিক গ্রীন গার্মেন্টস বাংলাদেশে অবস্থিত। সে জন্য কর্মসংস্থানের সুবিধার্থে ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশে আরও নতুন নতুন গার্মেন্টস কারখানা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তৎসঙ্গে বন্ধ গার্মেন্টসগুলোকে সরকারি সহায়তা প্রদান করে, পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণ করা। শতকরা প্রায় ৮৫% বৈদেশিক মুদ্রা এই গার্মেন্টস শিল্প হতে আসে। যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষই নিজ দেশকে ভালবাসে। বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত সব দল মতভেদের উর্ধ্বে থেকে নিজের দেশকে ভালবেসে উন্নতির জন্য কাজ করা এবং দেশকে এগিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করা।
আমাদের দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় গৌবর। আমাদের মত একটা ছোট্ট গরীব দেশ হতে নোবেল পুরস্কার পেয়ে আমাদিগকে গৌরবান্বিত করেছেন। সত্যই প্রশংসার দাবিদার। আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ্বের বুকে উঁচু মর্যাদার স্থানে দাঁড় করেছেন। সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও আপামর জনসাধারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এক হয়ে কাজ করা। আমাদের দেশের জ্ঞানী ও সুধিজনরা লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
A pen is a mighter than a sword.. অনেক দিন আগে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বা উন্নত মালয়েশিয়ার কারিগর মাহাতির মোহাম্মদ সম্বন্ধে একটি লেখা পড়েছিলাম। কোন পত্রিকায় কোন সময় স্মরণ নেই। সত্যই বলতে হয় উন্নত মালয়েশিয়ার কারিগর সোনার মানুষ মাহাথির মোহাম্মদ। তিনি বলেছিলেন চিকিৎসার জন্য আর বিদেশে যাবনা। আমার নিজ দেশ মালয়েশিয়ায় উন্নত দেশের ন্যায় চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো।
প্রয়োজনে বিদেশ হতে ডাক্তার এনে নিজ দেশের মেডিকেল কলেজগুলোকে উন্নত দেশের ন্যায় গড়ে তুলবো। ঠিক তিনি তাই করেছেন। লেখাপড়ার জন্য বা উচ্চ শিক্ষার জন্য বৃটেন, আমেরিকা যাব না নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত দেশের ন্যায় গড়ে তুলবো। নিজ দেশে উন্নত মানের শিক্ষক না থাকলে বিদেশ হতে শিক্ষক বা প্রফেসর এনে নিজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে উন্নত করবো। বাস্তবে তিনি তাই করেছেন। ফলে চিকিৎসা, শিক্ষা ও শিল্পায়নের ক্ষেত্রে চরম শীর্ষে পৌঁছেছেন। এটাই উন্নত ও আধুনিক মালয়েশিয়া।
আমরা কি পারি না? উন্নত দেশগুলোর মত আমাদের দেশটাকে উন্নত দেশ বানাতে ? আমরা প্রত্যেকটি জায়গায় সৎ থাকবো। বেঁচে থাকার জন্য কি এত বেশি টাকার প্রয়োজন? ক্ষণস্থায়ী দুনিয়ায় অনেক সংখ্যক বাড়ি গাড়ি কি প্রয়োজন? পার্শ্ববর্তী দেশ হতে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য পাচার হয়ে আসছে। এ দেশের উঠতি বয়সের স্কুল, কলেজের ছেলেরা ওটা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যারা এসব মাদক দ্রব্য আনছে তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা দরকার। আর এ মাদকের কারণেই দেশে খুন খারাবি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে দেশের জনগণ কে সচেতন হতে হবে বলে মনে করি।
আমাদের দেশকে সুন্দর ও উন্নত করার জন্য মাহাথির মোহাম্মাদ-এর মত একজন সোনার মানুষ খুবই প্রয়োজন। আমাদের দেশ থেকে কেউ কি মাহাথির মোহাম্মদ হতে পারে না? জীবনের কিছু অভিজ্ঞতা ও ক্ষুদ্রজ্ঞানের আলোকে কিছু কথা লেখার চেষ্টা করেছি, যদি সামান্যতম উপকারে আসে তা হলে লেখাটা সার্থক হয়েছে বলে মনে করবো।
মোঃ আবুল কাসেম
লেখক : অবসর প্রাপ্ত সহকারী পরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
০১৭১২-৮১৬৫২৪
মন্তব্য করুন