ভিডিও বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

বগুড়ায় ৪৫ লাখ টাকার পণ্যসহ ট্রাক উদ্ধার : চারজন গ্রেপ্তার

বগুড়ায় ৪৫ লাখ টাকার পণ্যসহ ট্রাক উদ্ধার : চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়া থেকে প্রায় ৪৫ লাখ টাকার পণ্যসহ চুরি হওয়া একটি ট্রাক রাজশাহীর গোদাগাড়ী থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বগুড়া সদর থানার পুলিশ পণ্যসহ ট্রাকটি (ঢাকা-মেট্রো ট-২০-৪০২৬) উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর দামকুড়ার জোতরাবন গ্রামের আজিজুল হকের ছেলে মো. রকি (৩০), একই এলাকার মনসুর আলীর ছেলে মোর্শেদ (৩০), গোদাগাড়ীর মোহাম্মদপুরের আছাদুলের ছেলে আলিপ (১৯) ও নওগাঁর মান্দা উপজেলার দাড়িয়াপুর গ্রামের আতাউর রহমানের ছেলে শামীম রেজা (৩০)।

মামলার বাদি শহরের নিশিন্দারা শৈলালপাড়ার সাইফুল ইসলাম জানান, শহরের দত্তবাড়ী এলাকায় নিউ দিনাজপুর ট্রান্সপোর্ট ও পার্সেল সার্ভিস অফিস আছে। ওই অফিস থেকে ৪০-৪৫ লাখ টাকা পণ্য রংপুর ও শঠিবাড়িতে প্রেরণের উদ্দেশ্যে আন্তঃজেলা ট্রাক পরিবহন বগুড়ার শাখা এজেন্সি চারমাথা থেকে দালাল চাঁন মিয়ার মাধ্যমে ওই ট্রাক ভাড়া নেন।

এরপর গত ২২ নভেম্বর ট্রাকচালক ধৃত আসামি রকি ও অন্যান্য আসামিরা দত্তবাড়ী এলাকায় তার অফিস থেকে প্রায় ৪৫ লাখ টাকার বিভিন্ন পণ্য লোড করে রংপুর ও শঠিবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। একইদিন রাত ১টার দিকে পণ্যবোঝাই ট্রাকটি গন্তব্যে পৌঁছে বলেও জানানো হয়। কিন্তু এরপর থেকে ওই ট্রাকের চালককে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকে। পরে তিনি জানতে পারেন, চালক ও হেলপারসহ অন্যান্য আসামিরা যোগসাজসে পণ্যবোঝাই ট্রাকটি গন্তব্যে না নিয়ে অজ্ঞাত স্থানে নেন। পরে তিনি ট্রাকের চালক ও হেলপারসহ পাঁচজনের নামে প্রতারণা করে পণ্যবোঝাই ট্রাকটি চুরির অভিযোগে মামলা করেন।

আরও পড়ুন

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই ইমতিয়াজ জানান, মামলা দায়েরের পর পুলিশ ট্রাকটি উদ্ধার অভিযানে নামে। অভিযানকালে গতকাল শনিবার সকালে রাজশাহীর দামকুড়ার জোতরাবন গ্রাম থেকে প্রথমে আসামি ট্রাকচালক রকিকে গ্রেপ্তার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সেখানে একটি বাড়ি থেকে ৪০ লক্ষাধিক টাকার পণ্য উদ্ধারসহ মোর্শেদ, শামীম ও আলিপকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে সাদা এলাচ, চা, মৌরিসহ বিভিন্ন মসলা ও অন্যান্য মালামাল। তবে এখনও ৫-৭ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

উত্তরাঞ্চলে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর আত্রাইয়ে ভ্যানচোর আটক

বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন

বগুড়া বারের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভোরেন্স

নাটোরের বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু