অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়, ভারতীয়দের তোপে বাংলাদেশি সৈকত
স্পোর্টস ডেস্ক : তখনো ২০ ওভারের মতো খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের লক্ষ্যটা অবশ্য অনেকটা নাগালের বাইরে। ম্যাচ জিততে তখনো করতে হতো আরও ২০০ রান। জয়ের হিসাবটা বাদ দিলে বলা চলে ড্রয়ের জন্যই তখন খেলছিল সফরকারীরা। সেই ড্র তারা শেষ পর্যন্ত করতে পারবে কি না, সেটিও অনেকটা নির্ভর করছিল ওপেনার যশস্বী জয়সওয়ালের ওপর। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখছিলেন তারকা এই ওপেনার। টিকে ছিলেন ব্যক্তিগত ৮৪ রান নিয়ে।
আরও পড়ুনম্যাচের এমন মুহূর্তে উইকেটের পেছনে বিতর্কিত ক্যাচ আউট হয়ে ফেরেন জয়সওয়াল। ভারতীয় ওপেনারের আউটের সঙ্গে জুড়ে গেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের নামও।জয়সওয়ালের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় টেলএন্ডার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মাদের ইনিংস শেষ হয়ে যায় মোটে ১৫৫ রানে। যার মধ্যে একা জয়সওয়ালেরই ৮৪। রোমাঞ্চকর মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন