ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের বিরামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুরে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আলীমকে পুলিশ গ্রেপ্তার করে আজ সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। তিনি বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন

মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল আলীমকে (৩১) গতকাল রোববার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামিকে আজ সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি