ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দুই
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো ঠাকুরগাঁও সদরের গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: জাহিদ আলম (১৯) ও একই এলাকার মো: মোবারক আলীর ছেলে অন্তর ইসলাম (২১)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি টিম।
আরও পড়ুনএ সময় মো: জাহিদ আলম ও অন্তর ইসলাম (২১) কে আটক করা হয়। পরে তাদের কাছ তেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সাধন চন্দ্র রায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন