ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কৃষকদল এবং জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এম’পি মোশারফ হোসেন বলেছেন, সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না, সন্ত্রাসী আর বিশৃঙ্খলাকারীদের কোন জায়গায় ঠাঁই হবেনা।

গতকাল রোববার বিকেলে বগুড়ার কাহালু পৌর এলাকার পালপাড়া (বাবুরবাড়ি) গ্রামের আওয়ামী যুবলীগের সন্ত্রাসী দ্বারা আহত পলী রানীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে উল্লেখিত কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নান,পৌর বিএনপি’র সভাপতি মো.আনিছুর রহমান আনিস,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হাসান মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন প্রমুখ।

আরও পড়ুন

এছাড়া সাবেক এম’পি পলি রানীর চিকিৎসা ব্যায় নির্বাহের জন্য কিছু অর্থ প্রদান করেন। উলেখ্য গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পালপাড়া গ্রামের টাইগার মিলন (৩৫)পলী রানীর নিকট চাঁদা চাওয়াকে কেন্দ্র করে টাইগার মিলন পলী রানীর দুই পায়ে ধারালো অস্ত্রের কোপ দিয়ে একটি পায়ের আঙ্গুল পা থেকে বিচ্ছিন্ন করাসহ তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। বর্তমানে পলি রানী  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস হাব উদ্বোধন

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

মধ্য পৌষেই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে বগুড়াসহ গোটা উত্তরাঞ্চল 

৪৩তম বিসিএস: পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন বাদ পড়া প্রার্থীরা