ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

রান বন্যার পরও ড্র বুলাওয়ে টেস্ট

রান বন্যার পরও ড্র বুলাওয়ে টেস্ট, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: রীতিমতো রান উৎসব হয়েছে বুলাওয়ে টেস্টে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসের খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও। তাই কোনো দলই দ্বিতীয় ইনিংস শেষ করতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই ড্র হয়েছে দুই দলের মধ্যকার সাদা পোশাকের প্রথম ম্যাচটি।

ড্র হলেও বুলাওয়ে টেস্টে বেশি দাপট দেখিয়েছে আফগানিস্থানের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮৬ রানে থামে জিম্বাবুয়ে। ৩ সেঞ্চুরিতে এই পুঁজি পায় আফ্রিকানরা। সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। ব্রায়ান বেনেট ১১০, ক্রেইট আরভিনের করেন ১০৪ রান। বেন কারানের ব্যাট থেকে আসে ৬৮ রান। আফগানিস্তানের হয়ে ১২৭ রান দিয়ে ৩ উইকেট নেন আল্লাহ গজনফার।

আরও পড়ুন

জবাবে জোড়া ডাবল সেঞ্চুরিতে ৬৯৯ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ২৪৬ রান করেন হাশমতউল্লাহ শাহিদি। ২৩৪ রান আসে রহমত শাহ'র ব্যাট থেকে। আফসার জাজাই খেলেন ১১৩ রানের ইনিংস। ৯৫ রান খরচায় ৫ উইকেট নেন বেনেট।

১১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ড্র হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে দলটি। ৪১ রান করেন কারান। ৩৫ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। সফরকারীদের হয়ে ২ উইকেট নেন জহির খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেফতার

আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির

‘নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে’

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ব্যারিস্টার খোকন

প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী : ফখরুল

ঐশ্বরিয়াকে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ