দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র আহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ হরিরামপুর কালিবাবুর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে সুমন দাস (২৫) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছে।
সুমন দাস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিপক্ষ ফজলুর রহমান, তার ছেলে ফারুকসহ সঙ্গীয় লোকজন গত শুক্রবার সকালে সুমন দাসের পৈত্রিক সম্পত্তি ৯৫৩/১৬১৫ নং দাগের ৯৮ শতক জমি জবর দখল ও জমিতে থাকা আলুর ফসল নষ্ট করতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের লোহার রড ও লাঠির আঘাতে সুমন দাসের বাম হাতের কয়েকটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। তাকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় এবং আলু ফসলের ক্ষতি করতে ছিটানো হয় বিষাক্ত কেমিক্যাল।
আরও পড়ুনপ্রতিপক্ষরা সুমন দাস ও তার পরিবারের লোকদেরকে থানায় মামলা না করতে হুমকি প্রদান করে বলে সুমন দাস অভিযোগ করেন। সুমন দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩ দিন চিকিৎসার পর বাড়িতে অবস্থান করছে। সে ও তার বাবা থানায় মামলা দায়ের করতে সাহস পাচ্ছে না।
মন্তব্য করুন