বগুড়া বারের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভোরেন্স
কোর্ট রিপোর্টার : বগুড়া আইন কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এড. আল মামুদসহ বগুড়া বারের সিনিয়র ৩ সদস্যের মৃত্যুতে তাদের স্মরণে আজ বুধবার (১ জানুয়ারি) বগুড়া জেলা জজ আদালতের এজলাসে ফুলকোর্ট রেভোরেন্স অনুষ্ঠিত হয়। প্রয়াত অপর ২ আইনজীবী হলেন এড. এস এম মাহবুবার রহমান (ফটিক) ও এড. মোজাফ্ফর আলী (মজনু)। এতে চেয়ারম্যান ছিলেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির।
উক্ত ফুলকোর্ট রেভোরেন্সে গত ডিসেম্বর মাসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এড. আল মাহমুদ, এড. এস এম মাহবুবার রহমান (ফটিক) ও এড. মোজাফ্ফর আলী (মজনু)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তাদের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বগুড়ার বারের সভাপতি মোঃ আতাউর রহমান খান (মুক্তা), ও সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর, বারের প্রবীন সদস্য ও সাবেক সভাপতি মোঃ আফতাব উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক এমপি বগুড়া বারের সাবেক সভাপতি একেএম হাফিজুর রহমান, বার কাউন্সিলের সদস্য ও বগুড়ার জিপি মোঃ শফিকুল ইসলাম টুকু, সাবেক পিপি মোঃ আব্দুল মতিন ও একে এম সাইফুল ইসলাম, মোঃ আতাউর রহমান, বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (১), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং- ২ এর পিপি মোঃ মোজাম্মেল হক, ওয়াজেদুর রহমান ওয়াজেদ, আব্দুর রশিদ, মঞ্জুরুল হক মঞ্জু, সৈয়দ নেছার আলম, বিনয় কুমার দাষ (বিশু), আশরাফ হুসাইনু, মন্তেজার রহমান মন্টু, এম একে ফজলুল হক, এসএম আলতামাস, নূরুল হুদা হেদায়েত, নাজমুল হুদা পপন, আতিকুল মাহবুব সালাম, সাখাওয়াত হোসেন মল্লিক, বজলুল রহমান প্রাং, আনোয়ার হোসেন পায়েল, কামাল উদ্দিন, কামাল উদ্দিন ও রুয়েলী আক্তার শাপলা প্রমুখ।
উক্ত ফুলকোর্ট রেভোরেন্সে মরহুম ওই আইনজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বারের সিনিয়র সদস্য মাওলানা আব্দুল গফুর। উক্ত ফুলকোর্ট রেভোরেন্সে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং- ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আনোয়ারুল হক রিপন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকসহ বিচারকবৃন্দ ও আইনজীবীগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনউল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এড. আল মাহমুদ অসুস্থতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ডিসেম্বর রাত সোয় ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে, এড. এ এস এম মাহবুবার রহমান (ফটিক) গত ১৫ ডিসেম্বর রাত ৩ টার দিকে বগুড়ার একটি হাসপাতালে এবং এড. মোজাফ্ফর আলী (মজনু) গত ২৬ ডিসেম্বর বেলা ৯ টার দিকে শহরের বারপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন