মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে বর্ষবরণের রাতে বাংলাদেশিসহ ১০৫ জন বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মাসাইয়ে শ্রমিকদের একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়, জোহর অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কর্মকর্তারা ‘অপস সাপু’ নামের অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নথিভুক্ত করার জন্য অভিবাসীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হয়েছে। এখন যেহেতু সময়সীমা শেষ হয়ে গেছে, তাই অভিবাসন লঙ্ঘনকারীদের মোকাবেলা করার জন্য কঠোর আইন প্রয়োগ করার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক বা ব্যক্তি যারা নথিবিহীন অভিবাসীদের বাড়ি ভাড়া বা আশ্রয় দেয় তারাও কঠোর পদক্ষেপের মুখোমুখি হবে।
আরও পড়ুননববর্ষের গভীর রাতে (সোয়া ১ টায়) চালানো অভিযানে আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মন্তব্য করুন