ভিডিও রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

পেরেরার রেকর্ড সেঞ্চুরি, দেড় যুগ পর নিউজিল্যান্ডে জয় শ্রীলঙ্কার

পেরেরার রেকর্ড সেঞ্চুরি, দেড় যুগ পর নিউজিল্যান্ডে জয় শ্রীলঙ্কার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ রানে হারিয়ে সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কান দল। তাতে নিউজিল্যান্ডের মাটিতে ২০০৬ সালের পর এই ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। 

নেলসনে ৪৬ বলে কুশল পেরেরার ক্যারিয়ার সেরা ১০১ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৫ উইকেটে দাঁড় করায় ২১৮ রানের সংগ্রহ। জবাবে কিউইরা ৭ উইকেটে ২১১ রানে থেমেছে। প্রথম দুই ম্যাচে লঙ্কান ব্যাটাররা ব্যর্থ হলেও শেষ ম্যাচে তাণ্ডব চালিয়েছেন কুশল পেরেরা। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে উপহার দিয়েছেন দ্রুততম সেঞ্চুরি। তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন ৪৪ বলে। অবশ্য ঝড়ো ইনিংস খেলার পথে ভাগ্যের সহায়তাও পেয়েছেন। ১৫ ও ৬০ রানে দুবার জীবন পেয়েছেন তিনি। ১৯তম ওভারে শেষ পর্যন্ত তাকে আউট করেছেন ড্যারিল মিচেল। তার ৪৬ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছয়। তাছাড়া অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪৬ রানের ইনিংস। শুরুতে পেরেরা-আভিস্কা উপহার দেন ৪১ রানের জুটি। তার পর পেরেরা-আসালাঙ্কা যোগ করেছেন ১০০ রান। কিউইদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, জাকারি ফোকস, মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল। 

আরও পড়ুন

জবাবে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে প্রত্যাশিত রান রেট ধরেই জবাব দিচ্ছিল। রাচিন রবীন্দ্র ৩৯ বলে ৬৯ রান করে ফেরার পরও তারা সেটা ধরে রেখেছিল ১৫ ওভার পর্যন্ত। ড্যারিল মিচেল তো আসালাঙ্কার ১৫তম ওভারে চার ছক্কায় ২৫ রানে লঙ্কানদের মনে ভয় ধরিয়েছিলেন। তার পর দ্রুত তিন উইকেট তুলে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিল শ্রীলঙ্কা। এই সময় একে ফেরেন মিচেল হে (৮), মাইকেল ব্রেসওয়েল (১) ও ড্যারিল মিচেল (৩৫)। মিচেলের ১৭ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছয়। কিন্তু জাকারি ফুলকস শেষ ওভারে বিস্ফোরক ব্যাটিংয়ের আভাস দিলে আবারও শঙ্কা জাগে। শেষ পর্যন্ত অবশ্য স্নায়ু ধরে রেখে ৭ রানের জয় নিশ্চিত করেছে লঙ্কান দল।  লঙ্কানদের হয়ে ৫০ রানে তিনটি উইকেট নিয়েছেন চারিথ আসালাঙ্কা। ৩৮ রানে দুটি নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি করে নিয়েছেন নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দো। ম্যাচসেরা কুশল পেরেরা ও সিরিজ সেরা ৮ উইকেট নেওয়া জ্যাকব ডাফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলকে জাতীয় কবির মর্যাদা

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোনো ক্ষয়-ক্ষতি হয়নি

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে যমুনা পাড়ের মৎস্যজীবীদের দুর্বিষহ জীবনযাপন