মুন্সিগঞ্জে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
ঢাকা থেকে মুন্সিগঞ্জে মাদক পরিবহনের সময় ১৮.৩৪ লিটার মদসহ র্যাবের হাতে এক সিএনজি চালক আটক হয়েছে। এসময় তার সিএনজিটি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃত মো: হৃদয় হাসান (৩২) বরিশালের মুলাদি থানার রামারফুল এলাকার মৃত আ: লতিফ হাওলাদারের পুত্র।
আরও পড়ুনর্যাব-১০ জানায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখান থানাধীন চালতি পাড়াস্থ কাজীশাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। তখন জব্দকৃত সিএনজিটির গতিবিধি সন্দেহজনক হলে সেটি থামিয়ে সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করে তারা। এসময় চালক নিজেই জানায় যে, তার সিএনজির যাত্রী বসার সিটের পিছনে খালি অংশে ৫টি কালো রং এর শপিং ব্যাগে বিদেশি বিয়ার ও ভদকা রয়েছে। পরে র্যাব-১০ এর টিম তল্লাশি করে ওই সিএনজি থেকে ১৮.৩৪ লিটার বিদেশি বিয়ার ও ভদকা উদ্ধার করে জব্দ করে।
র্যাব-১০ এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সিএনজি চালক জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এছাড়া কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় আগত বিদেশি বিয়ার ও ভদকাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো সে। এদিকে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব-১০।
মন্তব্য করুন