বগুড়ায় শুক্রবার থেকে তিনদিন প্রদর্শিত হবে আবরার ফাহাদের হত্যাকান্ড নিয়ে নির্মিত ‘রুম নম্বর -২০১১’
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রুম নম্বর -২০১১’ আগামীকাল শুক্রবার থেকে তিনদিন বগুড়া 'মধুবন সিনেপ্লেক্সে' প্রদর্শিত হতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৪ টায় শহরের চেলোপাড়া ওই সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির উদ্বোধনী শো প্রদর্শিত হবে। বিকেল ৫টায় ২য়, ৬টায় ৩য়, ৭টায় ৪র্থ শো হবে। এছাড়াও ৪ ও ৫ জানুয়ারি এ চলচ্চিত্রটি প্রদর্শনী হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন 'জিসু এন্টারটেইনমেন্ট' এর স্বত্বাধিকারী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক 'আনান জামান'। চলচ্চিত্রেটিতে অভিনয় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন