বগুড়ায় কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে কোহিনুর (৫৫) নামে এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে কাহালু-বগুড়া সংযোগ সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শিতলাই গ্রাম সংলগ্ন কিবরিয়া পেপার মিলের কাছে। নিহত কোহিনুর একই উপজেলা ও ইউনিয়নের আখেরশাল উত্তপাড়া গ্রামের রিক্সাভ্যান চালক রেজাউলের স্ত্রী।
জানা গেছে, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ৪৯২ ডাউন ট্রেনটি উল্লেখিত সময়ে শিতলাই গ্রাম অতিক্রম করার সময় ওই নারী আত্মহত্যার জন্য ট্রেনের নীচে ঝাঁপ দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
আরও পড়ুনএদিকে ঘটনার সংবাদ পেয়ে বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. সফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শেষে কারো কোন অভিযোগ বা অপত্তি না থাকায় কোহিনুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
মন্তব্য করুন