সার্ভার সমস্যা
বগুড়ার শিবগঞ্জে খাজনা আদায় ও নামজারি বন্ধ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : ভূমিসেবা সার্ভারে সমস্যার কারণে শিবগঞ্জে এক মাসেরও বেশি সময় ধরে জমির খাজনা আদায় বন্ধ। একই সঙ্গে বন্ধ রয়েছে জমির নামজারি ও পর্চার সেবা। এ কারণে জমি রেজিষ্ট্রি করতে পারছেন না এলাকার জনগন। এতে চরম দুর্ভোগে পড়েছেন অনলাইনে এসব সেবা প্রত্যাশীরা। বন্ধ রয়েছে সরকারি রাজস্ব আদায়। উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর থেকে অনলাইনে ভুমিসেবা সার্ভারটি বন্ধ রয়েছে। ফলে জমির নামজারি খাজনা আদায় ও অনলাইনে জমির পর্চার সেবা বন্ধ রয়েছে। কবে নাগাদ কাটবে এই ভোগান্তি সেটিও বলতে পারছে না কেউ। কিচক ইউনিয়নের শালদহ এলাকার মোসলেম উদ্দিন জানান সার্ভারের সমস্যার কারণে গত এক মাস ধরে তিনি জমির খাজনা দিতে পারছে না। খাজনা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করাও সম্ভব হচ্ছে না। দেউলি ইউনিয়নের কারিগড় পাড়ার রেজাউল করিম জানান তিনি কিছু জমি জরুরি বিক্রি করা দরকার এজন্য নামজারি করা প্রয়োজন সার্ভারের সমস্যার কারণে নামজারি করতে পারছেন না, তাই জমিও বিক্রি করা হচ্ছে না। সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মহিদুল ও মুকুল জানান হালনাগাদ খাজনার রশিদ ছাড়া দলিল রেজিস্ট্রি না হওয়ার কারণে জমি রেজিষ্ট্রি অনেক কমে গেছে। আগে প্রতি সপ্তাহে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ দলিল রেজিষ্ট্রি হতো । সেখানে এখন সর্বোচ্চ ৭০ থেকে ৭৫টি দলিল রেজিস্ট্রি হচ্ছে। উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার সোলেমান আলী জানান, লোক জন জমির খাজনা দিতে না পারায় দলিল রেজিস্ট্রি কমে গেছে। কারণ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে জমির হালনাগাদ খাজনার রশিদের বাধ্যতামূলক রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ভুমি সেবা সার্ভারে সামময়িক সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
আরও পড়ুনমন্তব্য করুন