ক্যালিফোর্নিয়ায় ভবনে বিমান আছড়ে পড়ে ২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাণিজ্যিক ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ওই ভবনে আসবাবপত্র তৈরি করা হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ফুলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস বলেছেন, যারা মারা গেছেন তাদের পরিচয় এবং তারা বিমানে নাকি মাটিতে ছিল তা এখনো জানা যায়নি।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের মতে, ডিজনিল্যান্ড থেকে মাত্র ছয় মাইল (১০ কিলোমিটার) দূরে অবস্থিত অরেঞ্জ কাউন্টির ফুলারটন মিউনিসিপাল বিমানবন্দর থেকে উড্ডয়নের দুই মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।
মন্তব্য করুন