চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে ট্রেনের ধাক্কায় ইব্রাহীম খলিলুল্লাহ(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন কর্তৃক্ষ, রেলওয়ে ও সদর থানা পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মহাডাঙ্গা এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচরগামী ৭৮০ ডাউন ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় মাথায় ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলে আহত হন ইব্রাহীম। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
ইব্রাহীম খলিলুল্লাহ জামালপুরের মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে সূত্রগুলো। রেলওয়ে পুলিশের (জিআরপি) চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী স্থানীয়দের কাছে ঘটনা সম্পর্কে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজশাহী জিআরপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন