ভিডিও রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মীর আরমান হোসেন রানা

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মীর আরমান হোসেন রানা (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে সলিমপুর ছিন্নমূল ৫ নম্বর সমাজ লৌহার ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মীর আরমান হোসেন সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সমাজ লটকাঁতলী জামে মসজিদের সভাপতি ছিলেন।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন মীর আরমান হোসেন। এ সময় তার মোবাইলে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তাকে কয়েকজন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে গুরুতর চুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মীর আরমান হোসেনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

 

ফৌজদারহাট পুলিশ ইনচার্জ সোহেল রানা বলেন, “জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে আটক করা যায়নি।”

 

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, “আরমান হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক আহত

কালিয়াকৈরে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতের হাসপাতালে অর্ধেকে নেমেছে বিদেশি রোগী