নওগাঁর আত্রাইয়ে চোলাই মদসহ মহিলা গ্রেপ্তার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ চোলাই মদসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত দেলুর মেয়ে ফরিদা বিবি (৫০) দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনআত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দাইখাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে তাকে নওগাঁ জেলহাজতে পাঠান হয়েছে।
মন্তব্য করুন