ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া। সঙ্গে পড়ছে শিশির বিন্দু। তবে গত কয়েক দিনের তুলনায় হঠাৎ এ জেলার ওপর দিয়ে বহমান হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ নেমেছে এক অঙ্কের ঘরে। ফলে আবহাওয়ার এমন পরিস্থিতির কারণে বেড়েছে এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। 

আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৬ পারসেন্ট ও মৃদু শৈত প্রবাহ চলমান। তবে সকাল থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে।

এদিকে গতকাল শুক্রবার এ জেলায় মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গত ১৩ ডিসেম্বর এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উত্তর অঞ্চলের ৮ জেলার মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। হিমালয়ের অতি নিকটবর্তী হওয়ার কারণে এমন আবহাওয়া বিরাজ করে প্রতিবছর। আর যখনই হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যায় তখনই  তাপমাত্রার পারদ হ্রাস পেতে শুরু করে।

আরও পড়ুন

জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার চা শ্রমিক ইমন ইসলাম বলেন, এই কনকনে শীতের মধ্যে আমরা বাগানে চা পাতা কাটতে এসেছি। শীতে কাজ করা যাচ্ছে না। আমাদের খোঁজ খবরও নেয় না কেউ ৷ এই সময়টাতে যদি শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতো তাহলে আমাদের অনেক উপকার হতো।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ আবারও বয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে আরও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

গাইবান্ধার সুন্দরগঞ্জে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে ব্যস্ততা বেড়েছে কৃষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর

দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’