ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পাঁচদিনের কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পাঁচদিনের কর্মসূচি ঘোষণা, ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে পাঁচ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় দাবি করে হাসনাত বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত।

আরও পড়ুন

এসময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাসীরুদ্দীন আরও বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া ও সহযোগিতা রয়েছে। দৃষ্টিভঙ্গীগত কিছু পার্থক্য থাকলেও সবার মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্র প্রণয়নের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এক বছরে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭

সড়কে প্রাণ গেলো মেহেরপুর ডিসি অফিসের এক কর্মকর্তার

কোহলির আগ্রাসী আচরণ নিয়ে যা বলছেন এবি ডি ভিলিয়ার্স

রূপগঞ্জে সড়ক থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক