ভিডিও সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

সিডনির মাঠ থেকে হাসপাতালে বুমরাহ

সিডনির মাঠ থেকে হাসপাতালে বুমরাহ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় শিবিরে এলো বড় দুঃসংবাদ। লাঞ্চ বিরতির পর মাত্র এক ওভার বল করার পর মাঠ ছেড়ে চলে যান জাসপ্রিত বুমরাহ। প্রথমে ধারণা করা হচ্ছিল, বিশ্রামের পর তাকে মাঠে ফিরতে দেখা যাবে। তবে তা আর হয়নি। বুমরাহ সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছাড়ার পর সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পায়ের চোট নিয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে। ফলে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে বিরাট কোহলির হাতে।  

দিনের শুরু থেকেই বুমরাহকে দেখা যাচ্ছিল ছন্দহীন। লাঞ্চের কিছুক্ষণ আগে একবার মাঠ ছেড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর ফিরে এলেও লাঞ্চের পরে কেবল একটি ওভার বল করতে পারেন। সেই ওভারেও তার অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরে ড্রেসিংরুমে ফিরে যান এবং আর মাঠে ফেরেননি। বুমরাহ সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরাহ বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ। বুমরাহকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তার পায়ের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে ভারতীয় দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।  

আরও পড়ুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতকে এই টেস্ট জিততেই হবে। হার বা ড্রয়ের ফলে ভারতের বিদায় নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহর অনুপস্থিতি বড় ধাক্কা হতে পারে দলের জন্য। এই সিরিজে ভারতের সবচেয়ে সফল বোলার বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। তাই তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর

দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক

‘শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা’

বিয়ের পিঁড়িতে আলোচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা!

সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা প্রদান, তদন্ত শুরু