ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

হাসপাতালের চারতলা থেকে পড়ে প্রাণ গেল রোগীর

হাসপাতালের চারতলা থেকে পড়ে প্রাণ গেল রোগীর,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার বারান্দা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে। পেশায় ইজিবাইকের চেইন মাস্টার। হাসপাতালে চার তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দিবাকর দাসের ছেলে সন্দীপ দাস জানান, ২ জানুয়ারি সকালে তার বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে তিনি ছটফট করছিলেন। বিকালে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে যান। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন লোকজন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, চারতলায় মেডিসিন ওয়ার্ডের পুরুষ বিভাগের ৪৫৩ নম্বর কক্ষের ২৬ নম্বর বেডে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে নিচে লাফ দিয়ে মারা যান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। 

আরও পড়ুন

দিনাজপুর সদর থানার উপ—পরিদর্শক মনিরুজ্জামান বলেন, হাসপাতালের নিচতলা থেকে দিবাকর দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন স্ত্রী। স্বামীকে রেখে পানি আনতে গিয়েছিলেন। এ সময় সবার অগোচরে বারান্দা থেকে লাফ দেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

পর্যটন খাতের যত্ন নিতে হবে

যারা বিএনপিকে ভয় পায় তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে : বগুড়ায় বিএনপির কর্মী সভায় আ: সালাম

বগুড়ার ধুনটে যমুনায় নৌকার নোঙরে নষ্ট জিও ব্যাগ, ভাঙনের ঝুঁকিতে বাঁধ

নাটোরের বাগাতিপাড়ায় সার ডিলারের দুই লক্ষাধিক টাকা জরিমানা

নকল ছবি কি না বুঝবেন সহজেই, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার