পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে শনিবার (৪ জানুয়ারি) বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩২ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বিস্ফোরণের ধরন কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ জিও নিউজের কাছে এসেছে। জিও নিউজ বলছে, রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল এবং হুট করেই বিস্ফোরণ হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) জোয়েব মহসিনও আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে তার পরিবারের ছয়জন সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, বিস্ফোরণের সময় মহসিন ও তার পরিবার ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
আরও পড়ুননিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণে নিহতরা হচ্ছেন নুর খান, আব্দুল ওয়াহাব, ইজাজ এবং লিয়াকত আলি। নিহত চারজনই বেলুচিস্তানের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মন্তব্য করুন