ভিডিও মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্সচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।

আরও পড়ুন

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার।পরে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হলে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিল শুনানি

পুরানা পল্টনে ভবনে আগুন

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব সবার: নাহিদ

এবার মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ স্লোগান