ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

পাবনার সুজানগরে বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার

পাবনার সুজানগরে বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র মামলাসহ প্রায় দেড় ডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু (৫২) দেশি তৈরি একটি একনালা বন্দুকসহ গ্রেপ্তার হয়েছে।

সে সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। গতকাল সোমবার ভোরে গোয়েন্দা তথ্য ও গোয়েন্দা সংস্থার তথ্যেরভিত্তিতে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি এবং মুক্তিপণ আদায় আইনে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। সেই সঙ্গে সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে সুজানগর আমিনপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল।

আরও পড়ুন

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ (এনএসআই) দীর্ঘদিন তার কর্মকাণ্ডের প্রতি নজরদারি করারসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজছিল। এরই এক পর্যায়ে গতকাল সোমবার রাতে সে সাগরকান্দী এলাকায় আসলে টানা পাঁচ ঘন্টা অভিযানের পর ভোর ৫টার দিকে একটি দেশি তৈরি একনালা বন্দুকসহ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আমিনপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া