ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

নাটোরের নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা। প্রতীকী ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের নলডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

এসময় উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাজি আসিকুর রহমানসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, উপজেলার নলডাঙ্গা বাজারের মেসার্স মন্ডল অ্যান্ড কোংয়ের স্বত্ব¡াধিকারী মো. আকতার হোসেন ও মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিন হক।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন জানান, কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত হালতিবিলসহ বিভিন্ন গ্রামের কৃষকদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

আরও পড়ুন

পর্যাপ্ত সার মজুদ থাকা সত্বেও তার কৃষকদের কাছে ঠিকমত সার সরবরাহ বা বিক্রি করছেন না। কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. নাসির উদ্দিন হককে ২৫ হাজার ও মো. আকতার হোসেনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কৃত্রিম সার সংকট সৃষ্টি না করতে সতর্ক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

পাবনার সুজানগরে অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে আন্তঃজেলা চোর দলের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় জেগে ওঠা চরে কালিবোরো ধান রোপণ শুরু

বিমানবন্দরের পথে খালেদা জিয়া