পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর
পাবনা প্রতিনিধি : পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে বিকেল ৪টার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার মির্জা আব্দুল হামিদের ছেলে ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদি হয়ে গত বছরের ৬ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তার ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জনসহ ১১ জনকে আসামি করা হয়। এছাড়াও মামলার ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার এজাহারে বাদি মির্জা মেহেদি হাসান অভিযোগ করেন, ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট ও জমি দখল করে তার কাছে চাঁদাবাজি করেন। এছাড়া ৫ আগস্টে দেশে পট পরিবর্তনের পর গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদা দাবিসহ ওই জমিতে যেতে দেননি মেহেদি হাসানকে। এসব ঘটনায় তার অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুনমামলার তদন্তকারী কর্মকর্তা বেড়া থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তে প্রাথমিক সতত্যা মিলেছে। টুকুর আইনজীবী এড. শাহ আলম বলেন, বাদি যে তারিখ ও সময় উল্লেখ করে মামলা করেছেন, দেখা গেছে সেই সময় শামসুল হক টুকু সেনাবাহিনীর কাস্টডিতে ছিলেন এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। অতএব এটি একটি ভিত্তিহীন মামলা, যার প্রাথমিক সত্যতা নেই। অসত্য ঘটনাকে অবলম্বন করে শুধুমাত্র তাকে হয়রানি করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে।’
আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামসুল হক টুকু বলেন, ‘আল্লাহ যেখানে রাখেন ভালই রাখেন। আপনারা ভালো থাকেন। দেশ ভালো থাকুক। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ুক, পাবনাবাসী ভালো থাকুক।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গাড়ির ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেন এবং টুকুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন