রংপুরে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় সাধন রায় নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পরশুরাম থানার আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত সাধন রায় (২২) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদাপাড়ার কান্তেস্বর রায়ের ছেলে।
আরও পড়ুনরংপুর মহানগর ডিবি পুলিশের এসআই মমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন