ভিডিও বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা কমেছে পর্যটকের সমাগম

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়ায় পর্যটকের সমাগম কমেছে। 
পঞ্চগড় জেলা ভ্রমণ পিপাষুদের অন্যতম আকর্ষণ হলো, তেঁতুলিয়া ডাকবাংলো ও বাংলাবান্ধা জিরোপয়েন্ট। এছাড়া সমতলে সবুজ চা বাগান, কাঞ্জনবাঁশ, রওশনপুর মিনাবাজার এবং পঞ্চগড় সদরে অবস্থিত ভিতরগড় মহারাজার দিঘি, পঞ্চগড় সরকারি মহিলা কলেজে রকস্ মিউজিয়াম, আটোয়ারী মির্জাপুর শাহী মসজিদ, বারো আউলিয়া মাজার, হিমালয় পার্ক ইত্যাদি দেখতে আসেন।

বিশেষ করে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দার তীরে দাঁড়িয়ে এশিয়ার মহাদেশের মধ্যে ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্জনজঙ্ঘা ও হিমালয় পর্বতের ওপর ভারতের শহর দার্জিলিং খালি চোখে খুব কাছাকাছি অবলোকন করা যায়। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে হিমালয় ও দার্জিলিং শহরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার এবং কাঞ্জনজঙ্ঘার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।

কাঞ্জনজঙ্ঘা বরফ আচ্ছাদিত পর্বতটি ভারতের সিকিম রাজ্য এবং নেপাল সীমানায় অবস্থিত এবং হিমালয় পর্বত ভারতে অবস্থিত। বাংলাবান্ধা জিরোপয়েন্ট ওপারে ভারত সীমান্তের ফুলবাড়ি, শিলিগুড়ি শহর অবস্থিত। ভৌগোলিক কারণে আকাশ পরিস্কার থাকলে বছরে কমবেশি ছয় ঋতুতে কাঞ্জনজঙ্ঘা ও হিমালয়সহ দার্জিলিং শহরটি খালি চোখে সুনীল আকাশের নিচে খুব কাছাকাছি অবলোকন করেন পর্যটকরা।

যে কারণে পঞ্চগড়ে ভ্রমণের অন্যতম আকর্ষণ তেঁতুলিয়া ডাকবাংলো। কিন্তু এ বছর আকাশে ঘনকুয়াশা থাকায় কাঞ্জনজঙ্ঘা পর্বত খুব বেশি দেখা যায়নি। বিগত ২০২৪ সালের নভেম্বর মাসে ২ থেকে ৩ দিন হালকা আবছা আবছা দেখা মিলেছে কাঞ্জনজঙ্ঘা। এছাড়া ডিসেম্বর মাসের শুরুর দিকে ১ থেকে ২ দিন পরিস্কার দেখা গেছে। এরমাঝে অনেক পর্যটক তেঁতুলিয়া এসে কাঞ্জনজঙ্ঘা দেখতে পাননি।

আরও পড়ুন

সাধারণত নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকের আনাগোনা ও সমাগম বেশি ঘটে। কিন্তু এবছর জানুয়ারি মাসের শুরুতে পর্যটকদের তেমন কোন ভিড় নেই। তাই তেঁতুলিয়ার খাবার হোটেল, আবাসিক হোটেল এবং পর্যটকদের বহনকারী ভ্যানগাড়ি ও অটোচালকরা অনেকটা বেকার হয়ে বসেছেন। 

তেঁতুলিয়া কাঠেরবাড়ি গেস্ট হাউসের স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত সৈনিক মো. উজ্জ্বল জানান, এবছর কাঞ্জনজঙ্ঘা ভালো দেখা যায়নি, শীতের প্রকোপ বেশি হওয়াসহ নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ আয়-ব্যয়ের সংহতি মিলাতে পারছেন না। হয়তো এসব কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যটকের সমাগম কমে গেছে।

পঞ্চগড় জোন তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ থানার এসআই মিজানুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা বিধানে আমাদের টহল অব্যাহত আছে। এবছর শীতের প্রকোপ বাড়ায় পর্যটক সমাগম কিছুটা কমেছে। আবহাওয়ার উন্নতি হলে পর্যটকের সমাগম বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলক্রসিং নিরাপদ করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল ৩ জনকে জেল জরিমানা

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সান্তাহারে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে কবর থেকে শহিদ আশিকুলের লাশ উত্তোলন