ভিডিও বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

নরকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এক হওয়ার সুযোগ নেই :  ট্রুডো

নরকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এক হওয়ার সুযোগ নেই :  ট্রুডো, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়, ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেছেন তিনি। সোমবার ট্রুডোর পদত্যাগের খবরে আবারও কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই আবহে এবার নিজের কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রুডো। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই জবাব দিয়েছেন তিনি। 

বুধবার (৮ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, ‘কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনও সুযোগ নরকেও নেই’। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহারের হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জবাবে ট্রুডো আরও লিখেন, ‘আমাদের দুই দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হয়’। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেছেন, ‘কানাডা কখনও এই ক্ষেত্রে পিছু হটবে না’। জোলির অভিযোগ, কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী। আমাদের মানুষরা খুবই শক্তিশালী। আমরা এই ধরনের কোনও হুমকির মুখে পড়ে কোনও ভাবেই পিছু পা হব না’।

আরও পড়ুন

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জেতার পরই তার সঙ্গে দেখা করেছিলেন ট্রুডো। সেই সময় ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুর্নীতির কারণে টিসিবি’র ৩৭ লাখ কার্ড বাতিল’

আমাদের লক্ষ্য সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া : সিইসি

স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিদ্ধান্ত পরিবর্তন, সড়ক ছাড়লেন আলিয়ার শিক্ষার্থীরা

জালিয়াতির মুখে শিরোপা খোয়ালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

সৌদিতে আকস্মিক বন্যায় মক্কা-মদিনায় রেড অ্যালার্ট