ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

‘সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে’

‘সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে’, ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, তুরস্ক দেশের অবকাঠামো খাত, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি বাণিজ্যভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহী। দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনো পণ্যে অসঙ্গতি নেই। চাল মজুতেও ঘাটতি নেই। এরপরেও চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে তিন শতাংশে নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে। 

আরও পড়ুন

রমজানের বাজার কেমন থাকবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভারত সীমান্তে পাওয়া বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ প্রধান উপদেষ্টার

কাপাসিয়ায় ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সাজু’কে পিটিয়ে হাত ও পা বেঁধে দোকানে লুট

রূপগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার