ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

বিডিআর হত্যাকান্ডের পুর্নতদন্তের দাবিতে শাহবাগ অবরোধ

বিডিআর হত্যাকান্ডের পুর্নতদন্তের দাবিতে শাহবাগ অবরোধ, ছবি : মির্জা সম্রাট রেজা ও হোসাইন আহমেদ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা।

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা । ছবি: হোসাইন আহমেদ ।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান তারা।

অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসা মাঠের এলাকায় বিক্ষোভের পর অবস্থান নেয় সেনাবাহিনী ।ছবি : মির্জা সম্রাট রেজা ।

কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।  

আরও পড়ুন

অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসা মাঠের এলাকায় বিক্ষোভের পর অবস্থান নেয় সেনাবাহিনী ।ছবি : মির্জা সম্রাট রেজা ।


এদিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার

‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি

শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর

কক্সবাজার সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিতে নিহত