২৭ হাজার টাকা জরিমানা
বগুড়ার কলোনী ও খান্দার চালের বাজারে অভিযান
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা টাস্কফোর্স কমিটি আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শহরের কলোনী ও খান্দার বাজারে অভিযান পরিচালনা করে ৩ দোকানীর ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
চালের বাজার নিয়ন্ত্রনে এই অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
আরও পড়ুনবেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা কালে মূল্য তালিকা না থাকা, অধিক মুনাফায় চাল বিক্রয়, পাকা রশিদ না থাকা, খাদ্যশস্য লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩ জন চাল ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। খাদ্য অফিস, বগুড়া ও জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
মন্তব্য করুন