ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জে শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার, ছবি সংগৃহীত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে  পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাশুড়ি হত্যাকান্ডের অভিযোগে পুত্রবধূ জিয়াসমিনকে (২৮) গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিয়াসমিন এই গ্রামের মো. সোলেমান হোসেনের স্ত্রী। ২০২৪ সালের ৭ জুলাই তারিখে এই গ্রামের পবন হোসেনের স্ত্রী গৃহবধূ জিয়াসমিনের শাশুড়ি সখিনা খাতুনের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন শাশুড়ি সখিনাকে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝোলা অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় সখিনা আত্মহত্যা করেছে বলে তার পরিবার থেকে বলা হয়েছিল। এ ব্যাপারে তখন উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সেলিম মোল্লাহ জানান, এই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনটি তারা আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেয়েছেন। প্রতিবেদনে বৃদ্ধা সখিনা খাতুনকে খুন করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। পরে প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে শাশুড়িকে হত্যার অভিযোগে তার পুত্রবধূ জিয়াসমিনকে পুলিশ আটক করেছে। থানায় জিয়াসমিনকে জিজ্ঞাসাবাদে শাশুড়ি হত্যাকান্ডে তার সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চি‌কিৎসা চলছে খালেদা জিয়ার, খাচ্ছেন বাসার খাবার

‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

গ্রেপ্তারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি

শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর

কক্সবাজার সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিতে নিহত