বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের দানবাক্স সাড়ে ৬ লাখ টাকা
স্টাফ রিপোর্টার : প্রায় এক বছর পর বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের ৬টি দান বাক্স খোলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ জোহর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের তত্বাবধানের বাক্স খেলা হয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের, কমিটির সহ সভাপতি আব্দুর রশিদ, সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
৬টি দানবাক্স থেকে ৬ লাখ ৬৪ হাজার ২৮০ টাকা পাওয়া গেছে। জোহরের নামাজের পর স্বেচ্ছাসেবীরা মসজিদেই টাকা গণনা করেন। পরে টাকা ব্যাংকে জমা রাখা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন