সিসি ফুটেজ সংগ্রহ
বগুড়ায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সাজু’কে পিটিয়ে হাত ও পা বেঁধে দোকানে লুট
স্টাপ রিপোর্টার : বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো: হারুনুর রশিদ সাজু’কে (৫০) কে পিটিয়ে হাত পা বেঁধে রেখে তার দোকান থেকে অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে বগুড়া শহরের নিশিন্দারা আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাজু ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বগুড়ার উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক পৌর কাউন্সিলর মো: হারুনুর রশিদ সাজু অটোরিকশার ব্যাটারি ও বাই সাইকেল ব্যবসায়ী। শহরের নিশিন্দারা আকন্দপাড়ায় তার তিনতলা বাড়ির নিচতলায় মা সাইকেল স্টোর নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে তিনি অটোরিকশার ব্যাটারিও বিক্রি করে থাকেন। ওই দোকান থেকে অটোরিকশার ব্যাটারি চুরির জন্য ৩-৪ জন চোর ভোর পৌনে ৪ টার দিকে একটি পিকআপভ্যান নিয়ে এসে দোকান সংলগ্ন রাস্তায় রেখে দোকানের কাছে যায়। এরপর দোকানের পিছনে গিয়ে প্রথমে কলাপসিবল গেইট ও ভিতরের আরও একটি গেইট খুলে দোকানের ভিতরে প্রবেশ করে ব্যাটারি চুরি করে পিকআপভ্যানে তুলতে থাকে। এ সময় দোকানের মালিক সাবেক কাউন্সিলর সাজু বিষয়টি আঁচ করতে পেরে দোকানের সামনে যান। কিন্তু এসময় চোরের দল তাকে আটক করে দোকানের ভিতরে নিয়ে গিয়ে এসএস পাইপ দিয়ে বেধড়কভাবে পিটিয়ে তার হাত ও পা কাপড় দিয়ে বেধে ফেলে। এরপর তাকে দোকানেই আটকে রেখে ব্যাটারি চুরি করে পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। এরপর ভোর হয়ে গেলে বাড়ির লোকজন বিষয়টি টের পায় এবং সাজুকে উদ্ধার ওই হাসপাতালে ভর্তি করে দেয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, সেখানে গিয়ে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন ওই দোকানে কিভাবে চুরি হয়েছে এবং ব্যবসায়ী সাজুর ওপর হামলা হয়েছে তা দেখা যায়।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন দৈনিক করতোয়া’কে জানান, এই চুরির ঘটনায় যারা জড়িত তাদেরকে সিসি ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন