ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

স্লোগান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

নিহত যুবদল নেতা মো. ওমর ফারুক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদলের কর্মী সমাবেশ উপলক্ষে করা মিছিলে স্লোগান দিতে দিতে ফারুক (৩৫) নামে এক যুবদল নেতা মারা গেছেন।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. ওমর ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামের ওই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি আমি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে নগদ টাকা ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

পাটখাতে সুদিন আসুক

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে চুরি করা গরুসহ চোর গ্রেপ্তার