ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

শাহরিয়ার সাচিব রাজিব

বরিশালে শাহরিয়ার সাচিব রাজিব (৪৭) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের গোরোস্তান রোড কাছেমাবাদ খানকার সামনে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার সাচিব রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আহত রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে কুপিয়েছে৷ তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দুজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। 

তিনি বলেন, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  রাজিবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে নগদ টাকা ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

পাটখাতে সুদিন আসুক

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে চুরি করা গরুসহ চোর গ্রেপ্তার