ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

বগুড়ার সারিয়াকান্দির ৫ দিনব্যাপি পৌষমেলার মূল আকর্ষণ ঘোড়দৌড়

বগুড়ার সারিয়াকান্দির ৫ দিনব্যাপি পৌষমেলার মূল আকর্ষণ ঘোড়দৌড়

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনব্যাপী পৌষমেলা। গ্রামীণ এতিহ্যবাহী এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। ঘোরদৌড় দেখতে এবং ঘুরতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে মেলায়।

শীতকাল উপলক্ষ্যে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় বেশ কয়েকটি মেলা বসে। এগুলো হলো ফুলবাড়ি ইউনিয়নের আমতলী সুখদহ মেলা, চর ডোমকান্দি পৌষমেলা এবং ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা পৌষ মেলা। সাধারণত পৌষ মাসে শীতের আমেজে মেয়ে জামাই এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিতেই এসব মেলার সূত্রপাত। এ লক্ষ্যে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামে বসেছে পৌষমেলা। গত বুধবার মেলাটির উদ্বোধন করা হয়েছে।

এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। প্রতিদিন বিকাল ৩ টা থেকে ঘোরদৌড় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যার আগে। মেলার পূর্ব পাশে একটি বিশালাকার ধানক্ষেতের মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তা দেখতে মাঠের চারদিকেই হাজারো দর্শকের সমাগম ঘটে। মাঠে আল্লাহর দান, সালমান রাজ, কাটিং মাষ্টার, আল্লাহ ভরসা, রাহিম টুয়েন্টিফোর, অমিদ্র সুজন, মহাজন, সুজন অগ্নি, হঠাৎ আক্রমণ, শাহ জালাল, বিজলী রাণী, কিং কোবরা, নাগরাজ প্রভৃতি রকমারি নামের ঘোড়া ক্ষিপ্ত গতিতে ছুটে চলে।

ঘোড়া যখন চার পা তুলে ক্ষিপ্র গতিতে ছুটে চলে তখন একটি নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়। আর সেই দৃশ্য দেখে সব বয়সের নারী পুরুষ হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে। মেলায় কসমেটিকস, মাছ, মাংস, ছোটদের খেলনা, মাটির লোহার এবং কাঠের তৈরি তৈজসপত্র, রকমারি মিষ্টি, ফলসহ নানা ধরনের দোকান বসেছে। প্রতিটি দোকানেই রয়েছে উপচেপড়া ভিড়। মেলায় চড়কি, নৌকা, রেলগাড়ী প্রভৃতি মজাদার খেলনাও চলছে সমানতালে।

আরও পড়ুন

মেলাটির উদ্বোধন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। মেলার প্রধান অতিথি বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, কর্ণিবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন, বিএনপি নেতা মেহেদী হাসান সুফল প্রমুখ।

মেলার সভাপতি আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, পৌষ মাস উপলক্ষে ৮ বছর আগে থেকেই এ মেলা আমাদের গ্রামে প্রতিবছর বসে। মেলা উপলক্ষে আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনদের আগমন ঘটেছে। প্রতিদিন মেলায় হাজারো মানুষের সমাগম ঘটছে। সবমিলিয়ে মেলা উপলক্ষে এ এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি

রঙ-বেরঙের এই শাড়ির মূল ক্রেতা সাধারণ মানুষ ও বাসযাত্রীরা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ