জয়পুরহাট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ এর সদস্যরা গত ৫ আগস্টে সদর থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। জয়পুরহাট র্যাব সূত্রে জানা যায়, সদর থানা থেকে লুট হওয়া ৭.৬২ মি মি রাইফেলের ১২ রাউন্ড গুলি গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভাস্থ খঞ্জনপুর ঝাউবাড়ি মহল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কে বা কারা ওই গুলি লুকিয়ে রেখেছিল তা জানা যায়নি। তবে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে বলে র্যাব জানায়। গুলি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন